কাশ্মীরকে স্বর্গরাজ্য বানানোর ‘নয়া কাশ্মীর’নীতির অন্তরালের নরেন্দ্র মোদি সরকারের যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে তা এবার প্রকাশ্যে এলো আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নারকীয় হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানী ঘটে। শুরু থেকেই নরেন্দ্র মোদির সরকার ও তার দল বিজেপি সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে আসছে। তবে আল জাজিরা এবার কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদির ষড়যন্ত্রের চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে।
কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্রের পিছনে রয়েছে দপন-পীড়ন আর স্থানীয় রাজনৈতিক উদ্দেশ্য। এমনটিই জানা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমটির ওই প্রতিবেদনে।আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মোদি সরকার কাশ্মীর সংকটকে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদ উসকে দিতে। হামলার পর কাশ্মীরি ও মুসলমানদের প্রতি দেশের বিভিন্ন অংশে বৈরী মনোভাব বেড়েছে। কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণার প্রসার তারই প্রমাণ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারত সরকার এবং বিজেপি দাবি করছে, কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অঞ্চলটি রূপ নিয়েছে নজিরবিহীন নজরদারি, দমননীতি ও গণগ্রেপ্তারের এক পরীক্ষাগারে। ইন্টারনেট দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছে, আর নির্বাচনী সীমানা পুনর্নিধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে বাড়তি রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যা একটি সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
জেড নিউজ , ঢাকা ।