গত অক্টোবরের ১৯ তারিখে রামপুরার একটি বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় গায়ক মনি কিশোরকে। তার পর থেকে রুমটি তালাবদ্ধ। তদন্তের স্বার্থে রুমে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ছিল। অবশেষে সেই রুমটির তালা আজ রোববার খোলা হচ্ছে। এই তথ্য প্রথম আলোকে জানিয়েছেন মামলার দায়িত্বে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান।
আবদুর রহমান প্রথম আলোকে জানান, ‘বাড়ির মালিক ও মনি কিশোরের পরিবার থেকে বাড়িটি খালি করার কথা বলা হচ্ছিল। সবার সঙ্গে কথা বলেই বাড়িটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইনি কোনো বাধা নেই। কারও কোনো অভিযোগও নেই।
এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন,এক মাসের মতো হয়ে গেল। এর মধ্যে বাসার মালিক বলছিলেন রুমটি খালি করার কথা। তাঁরাও আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছিলেন। যে কারণে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের উপস্থিতিতেই খালি করা হবে।