বাগেরহাটের চিতলমারীর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে অর্পিতা সাহা নামে এক নারীর মৃতদেহ পাওয়া যায়। মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, গত সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। ‘মৃগীরোগের’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই বিবাহিত হলেও বাবার বাড়িতেই থাকতো সে। সোমবার সকালে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন পরিতোষ বালার মাছের ঘেরের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে, এ ঘটনাটিকে পুঁজি করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার করছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পলাতক আওয়ামী সন্ত্রাসীরা বলছে, বাংলাদেশে সংখ্যালঘু মেয়েরা আজ নিরাপদ নয়, কারণ রাষ্ট্র নিজেই নির্যাতনের পৃষ্ঠপোষক!
মূলত দেশের ভাবমূর্তি নষ্ট ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে অর্পিতা সাহার মৃত্যুকে নিয়ে গুজব রটাচ্ছে তারা, যেখানে নিহতের পরিবারই এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
জেড নিউজ, ঢাকা