ভারতীয় মিডিয়াগুলোর বাংলাদেশ বিরোধীতা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। মিথ্যা, ভিত্তিহীন খবর প্রচারের মাধ্যমে তারা দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে দিয়েছে।
সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা এক অনুষ্ঠানে বলছে- আদালতের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের মাধ্যমে তারা জানতে পেরেছে- মালদহ-মুর্শিদাবাদ এলাকায় নাকি দিনকে দিন সংখ্যা কমছে হিন্দু জনগোষ্ঠীর, আর সেখনে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হচ্ছে। সংবাদ মাধ্যমটি এর কারণ হিসেবে উল্লেখ করেছে যে, বাংলাদেশের ষড়যন্ত্রের ফলেই এমনটি ঘটছে।
প্রপাগান্ডায় তারা বলছে- ভারতের মালদহ-মুর্শিদাবাদ মুসলিমদের আধিপত্য বিস্তার করে এ অঞ্চলগুলোকে নিজেদের অন্তুর্ভূক্ত করার ষড়যন্ত্র করছে বাংলাদেশ। আর পেছনে মদদ দিচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন। আর এতে সংশ্লিষ্টতা রয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের। সংবাদ মাধ্যমটি এমন প্রশ্নও তুলছে যে-কারা বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করছে? সময় এসেছে মীরজাফরদের চেনার।
মূলত, বাংলাদেশকে বিতর্কিত করতে ও নানামূখী ষড়যন্তের মাধ্যমে দুদেশের সম্পর্কের অবনতি ঘটাতেই মিথ্যা খবর প্রচার করছে ভারতীয় ভুইফোড় কিছু মিডিয়া। আর এসবের পেছনে মদদ দিচ্ছে দেশ থেকে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা।
জেড নিউজ, ঢাকা।