মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে বেশ কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। এরই ধারাবাহিকতায় দেশটিতে যাওয়া বিভিন্ন দেশের শ্রমিকদের বৈধতার বিষয়ে নিবিড় ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
সম্প্রতি মালয়েশিয়া কর্তৃপক্ষের এমন অভিযানে দেশটিতে কাজের উদ্দেশ্যে যাওয়া বিভিন্ন দেশের বেশ কিছু শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। এরমধ্যে বেশ কিছু বাংলাদেশী শ্রমিকও রয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের মতে- ফেরত পাঠানো শ্রমিকদের বেশির ভাগের ওয়ার্ক পারমিটের বৈধতা নেই, আবার অনেকের রিটার্ন টিকেট না থাকাসহ বিভিন্ন ইস্যুতে তাদের ফেরত পাঠানো হয়।
কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধীতার ধারাবাহিকতায় এ খবরটিকে ভিন্ন ভাবে উপস্থাপন করছে। মিথ্যা তথ্য দিয়ে তারা বলছে, বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত নাজুক। ফলে, বাংলাদেশী শ্রমিকদের সন্দেহের চোখে দেখছে মালয়েশিয়া। যে কারণে ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে অবস্থানকালেও দেশটির অসংখ্য শ্রমিককে ফেরত পাঠালো মালয়েশিয়া।
তবে, বাস্তবতা হলো বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুত্বপূর্ন সম্পর্ক অটুট রয়েছে, এবং মালয়েশিয়া সরকারের আমন্ত্রণেই প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি দেশটিতে সফরে যান। এ সফরে বাংলাদেশি শ্রমিক নেওয়াসহ বেশ কিছু ইস্যুতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ড. ইউনূস সরকার।
জেড নিউজ, ঢাকা।