আমানতে প্রবৃদ্ধি আগের মাসের চেয়ে বেড়ে মার্চে সাড়ে ৮ শতাংশ ছুঁয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক যে হিসাব দিয়েছে, তাতে মার্চ মাসে প্রবৃদ্ধি হয় ৮ দশমিক ৫১ শতাংশ।
আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ; আর জানুয়ারিতে ছিল ৮ দশমিক ২৮ শতাংশ।
চলতি অর্থবছরের মার্চে আমানতের মোট পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ১৮ হাজার ১৪৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৪৯২ কোটি টাকা।
ফেব্রুয়ারি শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৯২ হাজার ৬৮৫ কোটি টাকা। আর জানুয়ারি শেষে ছিল ১৭ লাখ ৮১ হাজার ২৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধি কমতে থাকে, যা ওই মাসে ৭ দশমিক ২৬ শতাংশে নেমে যায়। অক্টোবরে তা সামান্য বেড়ে হয় ৭ দশমিক ২৮ শতাংশ। নভেম্বরে আরও কিছুটা বেড়ে হয় ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ডিসেম্বরে তা দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশ।
এর আগে ব্যাংক খাত আমানতে এত কম প্রবৃদ্ধি দেখেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, সেবার ৬ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস শেষে হাতে টাকা থাকলে ব্যাংকে আমানত হিসাবে জমা হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে হাতে সঞ্চয় কম। তাই বেশি সুদ দিয়েও আমানতের প্রবৃদ্ধি করানো সম্ভব হচ্ছে না।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমানতের প্রবৃদ্ধি দুই ডিজিটের ঘরে থাকবে বলে আশা করা হয়।”