মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা প্রশংসার দাবি রাখে। বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সাথে একযোগে কাজ করেছে।
স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়। বিমানবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ অপসারণে কাজ করে।
ঘটনার পর পরই যখন অভিভাবকসহ হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করছিল তখন দ্রুত উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর বিভিন্ন যানবাহনে করে সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচস, জাতীয় বার্ণ ইনস্টিটিউটসহ আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার ক্ষেত্রেও অন্যন্য ভূমিকা পালন করে সেনাবাহিনী।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেছেন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, “দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগ প্রশংসনীয় এবং বেসামরিক প্রশাসনের সহায়তায় তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।”
জেড নিউজ, ঢাকা।