মাইলস্টোন ট্রাজেডিতে প্রশংনীয় ভুমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্ঘটনাস্থল থেকে হাসপাতাল সর্বত্রই ছিলো সেনা সদস্যদের পদচারণা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনীর চৌকস একটি দল। তাদের দক্ষ ব্যবস্থাপনায় গতি পায় উদ্ধার কার্যক্রম।
দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। উৎসুক জনতাকে সরিয়ে দ্রুতই তারা শুরু করে উদ্ধার প্রক্রিয়া। জেট ফুয়েলের তীব্র উত্তাপকে উপেক্ষা করে তারা ক্ষতিগ্রস্থ ভবনের গ্রিল ও দেয়াল ভেঙ্গে আটকে পড়া শিক্ষার্থীদের বাইরে বের করে আনে।
আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে বিশেষ ব্যবস্থাপনায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর দূর্ঘটনাস্থল থেকে একে একে মৃতদেহগুলো বের করে আনে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সনাক্তকৃত মরদেহগুলো বুঝিয়ে দেয়া হয় স্বজনদের কাছে। সর্বোপরি ঘটনাস্থলে উপস্থিত সবার কন্ঠে যখন স্বজন হারানোর আর্তনাদ, সেসময় আবেগ-অনুভূতির উর্দ্ধে থেকে জীবন বাজি রেখে শেষ আহত ব্যক্তিটিকে উদ্ধারের চেষ্টায় ছিলো সেনাসদস্যরা।
জেড নিউজ, ঢাকা।