দেশের ফুটবলে বিরল এক ম্যাচের দৃষ্টান্ত হয়ে থাকবে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস এবং আবাহনীর মধ্যকার ম্যাচটি। নাটকীয়তায় ভরা এই ম্যাচের ফাইনালে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই দল।
বৃষ্টি বাধা এবং আলোক সল্পতায় এই ম্যাচ অমিমাংসিত অবস্থায় শেষ হয়। আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের বাকি অংশ খেলার দিন নির্ধারিত হয়েছে।
ফেডারেশন কাপের ফাইনাল জন্ম দিয়েছে বহু ঘটনার। মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে সবে মাত্র মাঠে নেমেছে দুই দল, আর তখনই শুরু হয় আচমকা কালবৈশাখী ঝড়। আর তাতেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে অস্থায়ী প্রেসবক্স। ঝড়ের কারণে খেলা বন্ধ ছিল এক ঘন্টারও বেশি সময়।
তারপর মাঠের যে অবস্থা ছিলো, তাতে বোঝার কোনও উপায় ছিলো না যে এখানে কোনও খেলা হচ্ছে। দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। খেলা গড়ায় তখন অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হয় যখন, তখন প্রায় সন্ধ্যা। তারপর আলোকস্বল্পতার কারণে রেফারি ম্যাচ স্থগিত ঘোষণা করেন।
আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় হবে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ। ভেন্যু সেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ১৫ মিনিটের খেলা শেষে দুই দল সমতায় থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, ‘আমরা লিগ কমিটির জরুরি সভায় ফেডারেশনের কাপের অসমাপ্ত ফাইনাল আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিট যদি সমতা থাকে তাহলে খেলা টাইব্রেকারে গড়াবে। ’