ভারত ও পাকিস্তানের মধ্যকার টানা কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি এবার প্রত্যক্ষ যুদ্ধে গড়িয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামে ওই হামলায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির কথা স্বীকার করেছে পাকিস্তান। অপরদিকে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান বিধ্বংসের দাবিও করেছে তারা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ভারতের চালানো হামলায় হতাহাতের পাশাপাশি বেশকিছু স্থাপণা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার অধিকাংশই মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান।বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সামরিক স্থাপনায় সরাসরি হামলা না চালিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা ভারতের হিন্দুত্ববাদী নীতিরই বহিঃপ্রকাশ। যার প্রমান তারা রেখেছে অপারেশনের নাম করনের মধ্যেও।
এদিকে ভারতের হামলার জবাবে পাল্টা হামলা জোরদার করেছে পাকিস্তানও। পাক মুখপাত্রের দাবি, আক্রমনের মুখে টিকতে না পেরে কাশ্মীর বিভাজক সীমান্ত রেখা বরাবর সাদা পতাকা উড়িয়ে পালিয়ে গেছে ভারতীয় সেনা সদস্যরা। যুদ্ধরীতি অনুযায়ী সাদা পতাকা আত্মসমর্পণের প্রতীক।এদিকে যুদ্ধে ভারতকে ইতিমধ্যে সমর্থন দিয়েছে ইসরাইল। অপরদিকে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক। আর চীন এই যুদ্ধে এখনো উদ্বেগ প্রকাশকারী দেশ হিসেবে তাদের অবস্থান জানান দিয়েছে।
যুদ্ধের জেরে এরই মধ্যে ব্যাপক দরপতন ঘটেছে ভারতীয় শেয়ার বাজারে। এছাড়া দুর্ঘটনা এড়াতে দুই দেশের আকাশসীমাই এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।
জেড নিউজ, ঢাকা।