জেড নিউজ ডেস্ক।
ভারত গত ১৫ বছর শুধু বাংলাদেশকেই পুতুল বানিয়ে রাখেনি, তাদের হিংস্র থাবা সূদুর কানাডাতেও পড়েছে। বাংলাদেশের গনতন্ত্রকে ধ্বংস করে ভারত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার মত পুতুল সরকার বসিয়ে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধবংস করে দেশকে একটা অকার্যকর রাষ্টে পরিনত করেছিল।
বাংলাদেশে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য হাসিনাকে দিয়ে ভয়াবহ ফ্যাসিজম কায়েম করিয়েছিল। ভারতের আঙ্গুলের ইশারায় প্রাণ দিতে হয়েছে হাজার হাজার গনতন্ত্রকামী জনতার।
ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশ থেকে ভারতের নিয়ন্ত্রনও অনেকাংশে কমে যায়। অপরদিকে কানাডার মত উদার গনতান্ত্রিক দেশের ভিতরে ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একাধিক খালিস্থানপন্থী নেতাদের হত্যা করে। ফলশ্রুতিতে চরম কূটনৈতিক টানাপোড়েন মধ্যে পরে ভারত।
বাংলাদেশে ও কানাডার অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপে ফুসে উঠে দুটি দেশের জনগণ। ভারত এখন নিজেদের অপরাধ আড়াল করার জন্য দেশ দুটিতে হিন্দু নির্যাতনের কথিত অভিযোগ এনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সমাবেশ করছে। উদ্দেশ্য, নিজেদের কৃতকর্ম ঢাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে ধাবিত করা।