এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে যুদ্ধের ঘোষণা দিলেন ভারতের দক্ষিনি অভিনেতা ও রাজনীতির নতুন মুখ থালাপতি বিজয়।
বৃহস্পতিবার ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক সমাবেশে এমন ঘোষণা দেন তিনি। সভায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে বিজয় বলেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।
বিজয়ের ভাষায়, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন।
মোদির সমালোচনা করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। বিজেপি যত মুখোশই পরুক, তারা তামিলনাড়ুতে কোনোদিন সফল হবে না।
বিজয়ের এমন ঘোষনার পর দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন , জনপ্রিয়তা ও ভক্তসমর্থনের দিক থেকে বিজয় একাই দক্ষিণ ভারতের রাজনীতিতে তুমুল প্রভাব ফেলতে সক্ষম। ফলে তাঁর এই ঘোষণা বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে। অনেকে বলছেন, বিজয়ের এই অবস্থান শুধু দক্ষিণ নয়, পুরো ভারতে মোদি বিরোধী আন্দোলনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।
জেড নিউজ, ঢাকা ।