দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হওয়ার পরও কেবল মুসলমান হওয়ার কারনে ভারতে সহিংস আক্রমনের শিকার হচ্ছেন মুসলমানরা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে ভারতজুড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের ওপর হামলার পাশাপাশি ঘটছে মৃত্যুর ঘটনাও।
কাশ্মিরে কথিত জঙ্গী হামলার জেরে দেশটিতে ফের বেড়েছে মুসলিম নির্াতন। এবার মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে এক মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম বলছে, ধর্মীয় পরিচয়ের কারণেই হামলার শিকার হন রেলওয়ে পুলিশের হেড কনস্টেবল নজর দৌলত খান। শনিবার রাতে ভোপালের রানি কমলাপতি রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হেড কনস্টেবল নজর দৌলত এবং তার দল দোকান ও রেস্তোরাঁ বন্ধ করতে স্টেশন চত্বরে গিয়েছিলেন। সে সময় একটি থেমে থাকা গাড়ির মধ্যে মদ্যপানরত একদল তরুন নজর দৌলতের ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়- হামলাকারীরা পুলিশের জিপের দরজা খুলে ভেতরে ঢুকে নজর দৌলতকে মারধর করছেন। সন্দীপ ও কমল রঘুবংশী নামের নজর দৌলতের অন্য দুই সঙ্গী কনস্টেবল তাকে বাঁচাতে হস্তক্ষেপ করলে অভিযুক্ত তরুণদের একজন বলেন, তোমরা হিন্দু ভাই, তোমরা এখান থেকে সরে যাও।
জেড নিউজ , ঢাকা ।