জেড নিউজ, ঢাকা।
মোদির ভারতে একদিকে যেমন বেড়েছে মুসলিম নিযাতন অন্যদিকে হিন্দুদের মধ্যে জাতপাতের বিভেদও প্রকট আকার ধারণ করেছে। দেশটির অসংখ্য মন্দিরে ভিন্ন ধর্ম ও জাতপাত হওয়ায় প্রবেশাধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কোথাও কোথাও এসব বিতর্ক গড়ায় আদালতের বারান্দা অব্দি।
সম্প্রতি ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীধগ্রামে রয়েছে প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো শিবমন্দির। সারা বছর নিত্যসেবা হলেও মন্দিরের ভিতরে নিম্নবর্ণের মানুষদের প্রবেশ করতে দিত না মন্দির কমিটি। গ্রামের ১৩০টি পরিবারকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বছরের পর বছর বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন দাস পরিবারের সদস্যরা। গাজন, শিবরাত্রির মতো বড় উৎসবেও তাদের ঢুকতে দেওয়া হতো না। গাজনের সন্ন্যাসী হতে পারতেন না দাস পরিবারের পুরুষরা।
ফেব্রুয়ারির শেষে শিবরাত্রির দিনে ১৩০টি নিম্নবর্গের পরিবার একজোট হয়ে মন্দিরে পূজা দিতে গেলে মন্দির কমিটি তাদের বাধা দেয়। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান নিম্নবর্গের মানুষেরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। হস্তক্ষেপ করে জেলা প্রশাসন।
সূত্র বলছে, কেবল বর্ধমানই নয়, দক্ষিণ ভারতসহ গোটা ভারতে এখনো এমন পরিস্থিতি বিদ্যমান রয়েছে। আর এ পরিস্থিতি জিইয়ে রাখছে নরেন্দ্র মোদির কট্টরপন্থী দল বিজেপি।