ভারত সরকারের অনুরোধে ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় মুসলিম সংবাদ পেজ ব্লক করেছে মেটা। এ তথ্য জানিয়েছেন পেজটির এডমিন আমীর আল-খাতাতবেহ। তিনি এই পদক্ষেপকে ‘সেন্সরশিপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মুসলিম হ্যাসট্যাগের ইনস্টাগ্রাম একাউন্টটি ভারতে প্রবেশযোগ্য নয় বলে জানানো হয়েছে। এই পেজটির অনুসারীর সংখ্যা ৬৭ লাখ। ভারতীয় ব্যবহারকারীরা পেজটি দেখতে গিয়ে একটি বার্তা পাচ্ছেন। তাতে লেখা- ভারতে এই একাউন্টটি পাওয়া যাচ্ছে না।
এর আগেও পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া একাউন্ট ভারতে সীমাবদ্ধ করা হয়েছে। পেজটির এডমিন আমীর আল-খাতাতবেহ বলেন, আমি ভারত থেকে শত শত বার্তা, ইমেইল ও মন্তব্য পেয়েছি। তাতে অনুসারীরা জানাচ্ছেন, তারা আমাদের একাউন্ট দেখতে পাচ্ছেন না। মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র শুধু একটি ওয়েবপেজের কথা বলেছেন। সেখানে বলা হয়েছে, যদি কোনো দেশের সরকার তাদের প্ল্যাটফর্মে থাকা কোনো কন্টেন্টকে স্থানীয় আইনবিরোধী মনে করে, তাহলে তারা সেই কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে।
জেড নিউজ, ঢাকা।