জেড নিউজ, ঢাকা।
এবার ভারতের কর্ণাটকে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। একই সময় ইসরায়েলি নারীকে আশ্রয় দেয়া ভারতীয় বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গী অপর এক পুরুষ খুন হন। বৃহস্পতিবার রাতে কোপ্পালের একটি খালের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, স্থানীয় বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে বসে আকাশের তারা দেখছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেল যোগে এসে পেট্রল কেনার জন্য ইসরায়েলি নারীর কাছে ১০০ রুপি দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পরবর্তীতে একজন পুরুষ পর্যটকের লাশ কংসালপুর গ্রামের তুঙ্গভদ্রা নদীর খালে উদ্ধার হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরইমধ্যে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে।