জেড নিউজ, ঢাকা।
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। তাঁর মরদেহ আনার যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শাহেদ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন এলাকার কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে ভারতীয় খাসিয়া চোরাকারবারীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয় এবং তাঁদের হামলায় তিনি নিহত হন। বিজিবি বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করে। এ ঘটনায় বিএসএফ সংশ্লিষ্ট খাসিয়া নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে বিজিবিকে জানিয়েছে।