ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনি ও রবিবার তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন।
এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় একজনকে বলতে শোনা গেছে, ‘আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এ দেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এ দেশে নিয়ে এসেছে।
এছাড়া ভিডিওতে আরো দেখা যায়, দক্ষিণ-পশ্চিম খাসি হিলে এক যুবককের ওপর হামলার ঘটনায় আটক চার বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের, তিনজনের হাত বাঁধা এবং সবার হাফ প্যান্ট পরনে। একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি থাকলেও বাকি দুজনের গায়ে জামা নেই। ভিডিওতে দেখা গেছে, তাদের বেঁধে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ। সঙ্গে কয়েক শ মানুষও রয়েছে।
ভারতের গণমাধ্যম ‘শিলং টাইমস’ সহ একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের রংদাংগাই গ্রামের এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেফতার করা হয়।
এদিকে মেঘালয়ের ‘হাইল্যান্ড পোস্ট’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভিযানে ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি আইডি, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তল হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে মেঘালয় পুলিশ।
জেড নিউজ , ঢাকা ।