কোনো তোষামোদেই কাজ হলো না। অতিরিক্ত শুল্ক আরোপ করে নরেন্দ্র মোদির মুখে ঠিকই কঠিন চপেটাঘাত বসিয়ে দিলেন বন্ধু ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ভারত যে এভাবে নাস্তানাবুদ হবে হয়তো ঘুনাক্ষরেও ভাবেনি সাউথ ব্লক।
এদিকে শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের অবস্থান এখন চরম ঝুঁকিতে। এক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশ, ভিয়েতনাম ও শ্রীলঙ্কা। বিশেষ করে তৈরি পোশাকখাতে এই শুল্কারোপ বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পাল্টা শুল্ক ২৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবর বলছে, শুল্ক নিয়ে হোয়াইট হাউজের এমন কঠোর সিদ্ধান্তের কারনে ভারতীয় রফতানিকারকরা এখনই দিশেহারা। এই অবস্থায় তারা মোদি সরকারের জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সহায়তা কামনা করেছেন।
এদিকে ভারতের সঙ্গে হঠাৎ যুক্তরাষ্ট্রের এমন বৈরী আচরণের বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বিশেষ করে তৈরি পোশাকখাতে এই পরিস্থিতি কাজে দেবে বলে মনে করছেন অনেকে।
জেড নিউজ, ঢাকা।