ভারত থেকে বাংলাদেশে ‘পুশ-ইন’করাদের মধ্যে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
দেশে পুশ-ইন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশ-ব্যাক করা হবে কি না, এর জবাবে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা সাধারণত পুশ-ব্যাক করি না। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
ভারত থেকে লোকজন বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় দিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে তিনি আরো বলেন, চিঠি দেওয়ার একদিনেই উত্তর চলে আসবে, সেটা প্রত্যাশা করব না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে এবং আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি যে, এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমাদের দিক থেকে বুঝাচ্ছি।
এ সংক্রান্ত মানসম্পন্ন পরিচালনা ব্যবস্থা থাকার কথা বলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, বলে জানান উপদেষ্টা।
জেড নিউজ , ঢাকা ।