প্রশাসনে আবার দুই স্তরের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। প্রথমে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এরপর খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দ্বার। এর মধ্যে পদোন্নতিযোগ্য সাত শতাধিক কর্মকর্তার চাকরিজীবনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও বিশ্লেষণ শুরু করেছে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।
গত মঙ্গলবারও পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বৈঠকে বসে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতিসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়।
আরো দু-একবার বৈঠকের পর পদোন্নতিযোগ্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে। সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই উপসচিব পদে পদোন্নতি হতে পারে।
এর পরই হবে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিবের পদোন্নতি।
জেড নিউজ , ঢাকা ।