সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। দেশে ফেরার আগে এ প্রসঙ্গে বিবিসির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ।
সাক্ষাৎ না হওয়া নিয়ে বিবিসির সাথে খোলামেলা আলোচনায় ড. ইউনূস জানান, তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন। তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না। বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, হয়তো স্টারমার ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো, এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন।
কিন্তু এ ঘটনাটিকেই নানা রং মাখিয়ে অপপ্রচার করছে ভারতীয় মিডিয়া। দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী! সফর শেষে ‘হতাশ’ইউনূস? মুখ খুললেন নিজেই । এমন সব মুখোরোচক শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করছে এসব সংবাদমাধ্যম।
গদি মিডিয়ার ভাষায়, দু’জনের পদমর্যাদা এক হবার পরও ইউনূসকে কার্যত ‘ছোট’ করে মুখ ফেরাল ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ধরনের প্রচার দেখে এটা স্পষ্ট যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় ড. ইউনূস নয় বরং হতাশ ভারতীয় মিডিয়া।
জেড নিউজ , ঢাকা ।