বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনকালে বেশকিছু ব্যাংকের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি এমন ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদের তথ্য তলবসহ তদন্ত শুরু করেছে।
দুদকের কাছে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সরকারের এমন পদক্ষেপ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্নীতি রোধ করতে সংস্কার প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি পুনর্গঠন বা একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে থাকা সব বেসরকারি ব্যাংক তদন্তের আওতায় রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির সাক্ষী হয়েছে। এর মধ্যে ছিল ঋণ কেলেঙ্কারি, ব্যাপক লুটপাট ও অর্থ পাচার।
জেড নিউজ, ঢাকা।