বাংলাদেশে ‘বেওয়ারিশ লাশ’বলে কোনো শব্দ থাকবে না— এমন একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় একটি হোমের ছেলে-মেয়েদের নিয়ে ইফতার করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এটি অনেক দিক থেকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। আসুন বেওয়ারিশ লাশের মতো কিছু থেকে মুক্ত সমাজ গড়ে তুলি।’ এই উপমহাদেশে এমন আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা জানি না— যা সমাজের অত্যন্ত উল্লেখযোগ্য সেবা দিয়ে খুব দীর্ঘকাল ধরে টিকে ছিল।
প্রধান উপদেষ্টা আরো বলেন, বেওয়ারিশ লাশ যেন না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যেখানে, আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ আর নাই। এটাই আমাদের লক্ষ্য। কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে।