জেড নিউজ, ঢাকা
২০২৫ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে উল্লেখযোগ্য ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর ১০০ জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি।
ড. ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্যও স্বীকৃতি দেওয়া হচ্ছে।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ড. ইউনূসের প্রশংসা করে লিখেছেন, গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর, একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।
হিলারি লিখেছেন, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ড. ইউনূস। তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ—যাদের ৯৭ শতাংশ নারী। গ্রামীণ ব্যাংকের কারণে তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছেন, পরিবারের ভরন-পোষণ করছেন, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন।
এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার ম্যাগাজিনের’ ২০২৪ সালের বর্ষসেরা ১০ ব্যক্তির তালিকায় নাম আসে ড. মুহাম্মদ ইউনূসের। তাকে ‘নেশনস বিল্ডার’ বা ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে নেচার।
জেড নিউজ , ঢাকা ।