কিলিয়ান এমবাপে ফ্রান্সের অধিনায়ক। কিন্তু বিশ্বকাপজয়ী এই ফুটবলার আর দেশের হয়ে খেলতেই চান না। গত ম্যাচে বাদ দেওয়া হয়েছিল কারণ উরুতে চোট ছিল তাঁর। সেই কারণে দলে রাখা হয়নি। কিন্তু এখন চোট সরে গিয়েছে। তার পরেও এমবাপে দেশের হয়ে খেলতে যেতে চাইলেন না। তিনি স্পেনেই রয়ে গেলেন। দেশের খেলা থাকলেও দলে যোগ দিলেন ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ফুটবলার।
নেশনস লিগে ম্যাচ রয়েছে ফ্রান্সের। খেলতে হবে ইজরায়েলের বিরুদ্ধে। কিন্তু এমবাপে জানিয়ে দিলেন, তাঁকে যেন দলে রাখা না হয়। এক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের হয়ে আর কখনও নাকি খেলতেই চান না এমবাপে। অন্তত যত দিন দিদিয়ের দেশঁ কোচ থাকবেন, তত দিন খেলবেন না তিনি। এমবাপে এবং দেশঁর সম্পর্ক নাকি তলানিতে।
এমবাপের মা এবং এজেন্ট ফায়জা লামারিও চান দেশঁকে ছাঁটাই করুক ফ্রান্স। আরও অনেক ক্রিকেটারই কোচ হিসাবে চাইছেন না দেশঁকে। ১২ বছর ধরে দায়িত্বে রয়েছেন তিনি। ফুটবলারেরা চাইছেন দেশঁকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ করা হোক।