Sunday, July 27, 2025
More
    Homeখেলাবিশ্বকাপজয়ী মেসি-দি পল জুটি এবার ইন্টার মায়ামিতে

    বিশ্বকাপজয়ী মেসি-দি পল জুটি এবার ইন্টার মায়ামিতে

    ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির পাশে এবার দেখা যাবে তার বিশ্বস্ত সঙ্গী রদ্রিগো দি পলকে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলভুক্ত করেছে মায়ামি।

    ক্লাবের ঘোষণায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে ২০২৫ সালের শেষ পর্যন্ত ধারে যোগ দিচ্ছেন দি পল। এরপর ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তির সুযোগ রাখা হয়েছে।

    আপাতত মায়ামির ‘ডিজিগনেটেড প্লেয়ার’ (DP) তালিকায় জায়গা পাচ্ছেন না তিনি, যেহেতু সেই তিনটি জায়গা দখল করে আছেন মেসি, জর্দি আলবা এবং সার্জিও বুসকেতস। তবে ধারের মেয়াদ শেষে যদি কোনো জায়গা খালি হয়, তাহলে তার স্থায়ী ও বড় চুক্তির সুযোগ থাকবে।

    ক্লাবে যোগ দিয়ে দি পল বলেন, ‘ইন্টার মায়ামিতে আসার মূল প্রেরণা—জয় পেতে চাই, ইতিহাস গড়তে চাই। এই ক্লাব এক নতুন ঐতিহ্য গড়ে তুলছে, ভবিষ্যতে যেটি হয়ে উঠবে দীর্ঘ ইতিহাসের ধারক। আমি সেই পথচলার অংশ হতে চাই। ’

    ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস বলেন, ‘দি পলের মতো বিশ্বজয়ী খেলোয়াড়কে পেয়ে আমরা গর্বিত। সে আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি খাপ খায়। আমরা একসঙ্গে ইতিহাস গড়তে চাই। ’

    ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘দি পল অনেকদিন ধরেই আমার পছন্দের খেলোয়াড়। সে একজন নেতা, অভিজ্ঞ, আবেগী এবং গুণসম্পন্ন। সে আমাদের শহর এবং ক্লাব—দুটোর জন্যই দারুণ সম্পদ হয়ে উঠবে। ’

    ২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেজ থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন দি পল। তিন বছরে ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন। গত মৌসুমে ক্লাব বিশ্বকাপসহ ৫৩টি ম্যাচ খেলেছেন।

    আর্জেন্টিনার হয়ে তিনি ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় দলে মেসির পাশেই সবচেয়ে বেশি খেলেছেন তিনি।

    সর্বশেষ

    মৃগী রোগীর মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করছে গুজব...

    বাগেরহাটের চিতলমারীর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে অর্পিতা সাহা...

    যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা...

    আনুপাতিক নির্বাচন কী, এটা জনগণ বোঝে না উল্লেখ করে...

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে চলবে অভিযান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।...

    সিনেমায় তানজিন তিশা, সঙ্গী ‘থ্রি ইডিয়টস’ তারকা

    ভারতীয় বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী...

    আরও সংবাদ

    মৃগী রোগীর মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করছে গুজব...

    বাগেরহাটের চিতলমারীর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে অর্পিতা সাহা...

    যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা...

    আনুপাতিক নির্বাচন কী, এটা জনগণ বোঝে না উল্লেখ করে...

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে চলবে অভিযান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।...