অতিরিক্ত ব্যয়ে বিদেশ ভ্রমনের কারনে এবার বিরোধীদের চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ব্যয়বহুল বিদেশ সফর নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সেদেশের রাজনৈতিক মহলে।
জানা যায়, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে ৩৮টি দেশ ঘুরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বাবদ খরচের পরিমাণ ২৫৮ কোটি টাকা! ২০২৩ সালের জুনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় একক সফরের জন্য সর্বোচ্চ ব্যয় করা হয়েছিল, যার পরিমাণ ছিল ২২ কোটি টাকার বেশি। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই তথ্যটি জানিয়েছেন।
তার দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। এরপরই এই তথ্য দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।
এরপরই মোদির এই ব্যয়বহুল বিদেশ সফর নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সেদেশের রাজনৈতিক মহলে। এভাবে জনগণের করের টাকায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে, যেখানে দেশের বহু মানুষ এখনও দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন, কোটি কোটি মানুষ বেকার, সেখানে এভাবে জনগণের অর্থ অপচয়ের কী অর্থ?
জেড নিউজ , ঢাকা ।