দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আরো ৮৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দুই দিনের ব্যবধানে ৩০ জন বাংলাদেশি নারী ও শিশুকে ঠেলে দিয়েছে বিএসফ। ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদিকে, ১৮ দিন পর আবার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করা হয়েছে। স্থানীয় বিজিবি জওয়ানরা তাদেরকে কুশখালী বিজিবি হেফাজতে রেখেছেন। কমলগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
এদিকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনের পুশইনের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তে ১০৬৭ সীমানা পিলারের নো ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে। এসময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে গুলির পর এবার ড্রোন উড়াচ্ছে বিএসএফ।
জেড নিউজ, ঢাকা।