জেড নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাশ্রয়ী পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু এতোদিনেও কাটেনি এই খাতের সংকট। উল্টো বিগত সরকারের রেখে যাওয়া বকেয়ার ভার ও ক্যাপাসিটি চার্জে বেড়ে চলেছে আর্থিক বোঝা।
পিডিবির তথ্যমতে, অসম সব চুক্তির ফলে বিগত সরকারের আমলে কেবল ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দেশীয় গ্যাসখাতে মনোযোগ দেওয়ার বদলে বিগত আওয়ামী লীগ সরকার বিপুল এলএনজি আমদানি করেছিল, যা এ খাতে আর্থিক সংকটের অন্যতম কারণ।
বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৪৩টি। কিন্তু জ্বালানি সংকটে বন্ধ ও কারিগরি কারণে সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন করছে প্রায় ৫০টি কেন্দ্র। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩১ হাজার মেগাওয়াট হলেও গড়ে ১১ থেকে ১২ হাজারের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় না। অদক্ষ ও অলস বিদ্যুৎকেন্দ্রগুলো বসে থাকলেও মাসে মাসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। ফলে ভরসা আমদানি করা বিদ্যুতের ওপর। আর এসবই ছিলো অর্থ লুটের আওয়ামী মহাপরিকল্পনার অংশ।