১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করছে সরকার। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতো বিদ্যুৎ বিভাগও দিবস দুটি পালন করছে গুরুত্বসহকারে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ খাতে উদ্যোগ নেওয়া ও বাস্তবায়ন করা নানা সাফল্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যুৎ খাতের কর্মকাণ্ড তুলে ধরতে বিদ্যুৎ বিভাগের অধীনে থাকা কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গত বছর ৫ আগস্ট-পরবর্তী বিদ্যুৎ খাতে নেওয়া উদ্যোগ ও বাস্তবায়নাধীন কর্মকাণ্ড প্রচার করতে বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিদ্যুৎ খাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় মানুষের মধ্যে সন্তুষ্টি তৈরি হয়েছে। বিশেষ করে গত রমজান মাস এবং ঈদে বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল। বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক মতামত প্রকাশ করেছে।
মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইতিবাচক মতামতগুলো বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির দপ্তর, সংস্থা, ফেসবুক পেজসহ ওয়েবসাইটে প্রচারের ব্যবস্থা নিতে হবে। সংস্কারের পদক্ষেপ ও জনকল্যাণকর ফলাফল মানুষকে জানাতে হবে।
বিদ্যুৎ বিভাগ বলছে, অন্তর্বর্তী সরকার আগের সরকারের ধারাবাহিক বিদ্যুতের দাম বাড়ার প্রক্রিয়া থেকে বের হয়ে এসেছে এবং দাম বাড়ানো বন্ধ রেখেছে। এ ছাড়া বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ কমাতে পদক্ষেপ নিয়েছে। এসব কাজ দেশবাসীর কাছে তুলে ধরা হবে এবং সারাদেশে বিশেষ করে রাজধানীর দেয়ালে অঙ্কিত গ্রাফিতি বাছাই করে ইলেকট্রনিক বা ডিজিটাল ফরমেটে প্রচার করা হবে। তা ছাড়া ফটোকার্ড ও লিফলেট আকারেও প্রচারের সিদ্ধান্ত হয়েছে।
জেড নিউজ, ঢাকা।