বিজেপি শাসিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ধর্মান্তরণ আইন আরও কঠোর হল। বুধবার সংশোধিত আইন বিষয়ক নতুন বিলে অনুমোদন দিয়েছে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ধামির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা বিল-২০২৫ অনুমোদিত হয়েছে।
নয়া বিলে যাবজ্জীবন কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে। এ আইনে সোশাল মিডিয়া, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও অনলাইন মাধ্যমে ধর্মান্তরণের প্রচার বা উসকানি দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ।
উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা (সংশোধন) বিল-২০২৫’অনুয়ায়ী ধর্মান্তরণের প্রাথমিক সাজা ৩-১০ বছর কারাদণ্ড। সংবেদনশীল মামলার ক্ষেত্রে তা ৫-১৪ বছর অবধি জেল হতে পারে। গুরুতর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এবং মোটা টাকা জরিমানা হবে দোষির।
ধর্মান্তরণের জন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, অন্য ধর্মকে মহিমান্বিত করাও অপরাধ হিসেবে গণ্য হবে। সূত্র জানিয়েছে, রাজ্য সরকারের মতে, প্রস্তাবিত আইন নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষা করবে, প্রতারণা, প্রলোভন বা চাপের মাধ্যমে ধর্মান্তর নিষিদ্ধ করবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখবে।
জেড নিউজ, ঢাকা।