ভারতে মোদি-বিরোধী জোট আরও জোরালো হচ্ছে। সর্বশেষ বিহারের মুজাফফরপুরে কংগ্রেসের ডাকা ‘ভোটার অধিকার যাত্রাতে’ যোগ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও ডিএমকে এমপি কানিমোঝি কারুনোনিধি।
কংগ্রেসের এই সমাবেশে যোগ দিয়ে এম কে স্টালিন অভিযোগ করেছেন, বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তিনি বলেন, ‘বিজেপি ভোট চুরি করেছে, জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ওই সমাবেশে ডিএমকে নেতা কানিমোঝি অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় ৬৫ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। তিনি একে ‘সন্ত্রাসবাদের চেয়েও বেশি ভয়ংকর’ বলে আখ্যা দেন। বলেন, ভোটারদের নাম মুছে ফেলা বা নির্বাচন ছিনতাই করে বিজেপি জনগণের শক্তিকে দমন করতে পারবে না।’
বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ‘পাপেট’ বানানোর অভিযোগ তুলে তামিল মুখ্যমন্ত্রী স্টালিন বলেন, ‘রাহুল গান্ধী নির্বাচন কমিশনের চেহারা উন্মোচন করেছেন, কিন্তু কমিশন তার অভিযোগের কোনো জবাব দেয়নি। বরং তাকে হলফনামা জমা দিতে বলেছে।
সমাবেশে যোগ দেওয়ার পরপরই স্টালিন এক্স-এ লেখেন, প্রতিটি চুরি হওয়া ভোটের ওজনে এখানকার মাটি ভারী হয়ে আছে। আমি আমার ভাই রাহুল গান্ধী, তেজস্বী যাদব ও বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আছি।’
জেড নিউজ, ঢাকা।