ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশি এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ।নিহতের নাম মুরাদুল ইসলাম ওরফে মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, ভারতের বিএসএফ সদস্যরা মুরাদুলকে ডেকে ভারতের সীমান্তের ভেতরে নিয়ে যান। সেখানে তাঁকে মারধরসহ নির্যাতন করা হয়। পরে তাঁকে ফেরত পাঠানো হয়।নিহতের স্ত্রী রত্না বেগম জানান, সীমান্তের কাছে তাদের জমি রয়েছে। ওই জামিতে সবজি চাষ করা হয়। মঙ্গলবার বিকালে তার স্বামী সেই সবজি ক্ষেত দেখতে যান। অনেক সময় পার হলেও ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একজন ফোন দিয়ে জানায়, বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে।
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমি ঘটনাটি জানাই, তারপরও তার সন্ধান পাচ্ছিলাম না। অনেক পরে আমার স্বামীকে আহত অবস্থায় পাই। আমার স্বামী জানায়, বিএসএফ তাকে মারধর করেছে।’সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানক্ষেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় ।
এ ঘটনায় নিহতের বোন অভিযোগ করে জানায়, বিএসএফ তার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার চান।
জেড নিউজ , ঢাকা ।