জেড নিউজ ডেস্ক।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্যে আলোচিত ‘চলো ভুলে যাই’ গানটি রাফার সংগীতায়োজনে প্রকাশ করতে যাচ্ছেন তরুণ সংগীতশিল্পী পারশা মাহজাবীন।
হাতে ইউকেলেলে আর কণ্ঠে গান। নেই আর কোনো আড়ম্বর। ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্যে ‘চলো ভুলে যাই’গানে আলোড়ন তোলেন পারশা মাহজাবীন। খালি গলায় গাওয়া গানটি আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল ছাত্র জনতাকে। এবার রেকর্ড ভার্সনে (সংস্করণ) প্রকাশিত হবে গানটি।
এক সাক্ষাৎকারে তরুণ এই গায়িকা জানান, আন্দোলনের সেই অবরুদ্ধ সময়ে দ্রোহের সুরে গানটি বেঁধেছিলেন তিনি। গানটি এখনো শ্রোতারা মনে রেখেছেন। পারশা বলেন, ‘এখনো অনেকে আমাকে বলেন, গানটি শুনলে মন ভারী হয়ে আসে, কান্না পায়। তাই ভাবলাম, গানটি রেকর্ড করি, যেন এটি চিরকাল থেকে যায়।
আন্দোলনের মধ্যে মাত্র ১০ মিনিটে ‘চলো ভুলে যাই’লিখেছেন পারশা; গানের সুরও বেঁধেছেন তিনি। বিরুদ্ধ সময়ে ঝুঁকি নিয়ে গানটি করায় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকে পারশার প্রশংসা করেছেন। রাফার সংগীতায়োজনে আলোচিত গানটি রেকর্ড করেছেন পারশা। রাফার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্য রকম। উনিও তো আন্দোলনে আমাদের সবার পাশে ছিলেন। ভাইয়া ভীষণ মজার মানুষ, সেই সঙ্গে গুণী মানুষও বটে।’‘চলো ভুলে যাই’গানটি পারশার ক্যারিয়ারের বাঁকবদল করেছে। সাধারণ শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন এই ‘জেনজি’গায়িকা। হালে ব্যস্ত শিল্পীদের একজন তিনি। একের পর এক শোতে ডাক পাচ্ছেন এই গায়িকা।