প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সরকারি কলেজে দীর্ঘদিন ধরে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য কোনো নির্দিষ্ট স্থান বা গ্যারেজ না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যায় ভুগছেন। এতে প্রায়ই যানবাহন চুরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি গ্যারেজ নির্মাণের দাবি জানানো হয়। আবেদনটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বশার তালুকদারের হাতে তুলে দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইপ্তেখার রাসুল সাইমুন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক আবুল বশার তালুকদার বলেন, “গ্যারেজ নির্মাণের বিষয়টি কলেজ প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী সাইকেল ও মোটরসাইকেল নিয়ে কলেজে আসেন। কিন্তু নির্দিষ্ট গ্যারেজ না থাকায় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে রেখে যান। এতে চুরির ঝুঁকির পাশাপাশি প্রায়ই ভাঙচুর ও দুর্ঘটনার ঘটনা ঘটে।অধ্যক্ষ স্যারের আশ্বাসে আমরা আশাবাদী।
অধ্যক্ষ আবুল বশর তালুকদার বলেন, কলেজ ক্যাম্পাসে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য নির্দিষ্ট গ্যারেজ স্থাপন শুধু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নয়, বরং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্যও জরুরি।