Search for an article

Saturday, May 3, 2025
Homeরাজনীতিবাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেবো না: ঢাবি ছাত্রদল সভাপতি

বাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেবো না: ঢাবি ছাত্রদল সভাপতি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবি করে পরবর্তীকালে এমন কোনও ঘটনা ঘটলে ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, আমরা বাংলা সিনেমার শাবানা না। আমরা তার মতো ক্ষমা করে দেবো না। আমাদেরও রক্ত গরম হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পারভেজ হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং সে গণঅভ্যুত্থানের নায়ক ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর যদি ছাত্রদলের কোনও নেতাকর্মীর ওপর হামলা হয়, তাহলে আমরা বাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেবো না। দেশনেতা তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, আমরা ৩১ দফা পূরণের মাধ্যমে আমাদের প্রতিশোধ নেবো।

মানববন্ধনে সাহস বলেন, বৈষম্যবিরোধী একটি সামাজিক সংগঠন। আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন এই ব্যানার কলুষিত করছে কারা, এই প্রশ্ন রেখে যাচ্ছি। এই ব্যানারকে কাজে লাগিয়ে যারা অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছে, তাদের আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, এখন হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ঘাঁটি গেড়ে বসেছে। ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্যাম্পাসে লাগানো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, কিন্তু আমরা সহিষ্ণুতা দেখিয়েছিলা। এখন আমরা নামে বেনামে অনেকের ব্যানার দেখে যাচ্ছি। তাছাড়া, এফ রহমান হলে আমাদের মুড়ি পার্টিকে আপনারা গেস্টরুম বলে চালিয়ে দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই আমরা কর্মসূচি গ্রহণ ও পালন করে থাকি। ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল যে পরিমাণ সহিষ্ণুতা দেখিয়েছি তা নজিরবিহীন। কেউ আমাদের খুব বড় কোনও ভুল ধরতে পারছে না।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগকে পুনর্বাসন করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করবো না।

ছাত্রদলের এই সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কোনও গুপ্ত সংগঠন না, গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না।

এসময় তিনি বলেন, বাংলাদেশের কোনও সরকারি দফতরে আমরা কোনও অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। অন্যথায়, বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র প্রতিনিধির নামে যে বৈষম্য চলছে, তার বিরুদ্ধে অবস্থান নেবে।

মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ

যারা জুলাইয়ের বিপক্ষে ছিল, তারা হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস...

জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি নিয়ে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার...

নিরবচ্ছিন্ন বিদ্যুতে এবার বোরোর বাম্পার ফলন

জেড নিউজ, ঢাকা: চলতি বোরো মৌসুমে ৫০ লাখ ৪৬ হাজার...

এবার রিপাবলিক বাংলার ময়ূখ রন্জন নিজেই বড় ফাঁপড়ে

কখনো বাংলাদেশ থাকবেনা থাকবেনা বলে চিৎকার করা। আবার কখনো...

গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী...

রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল...

আরও সংবাদ

যারা জুলাইয়ের বিপক্ষে ছিল, তারা হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস...

জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি নিয়ে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার...

নিরবচ্ছিন্ন বিদ্যুতে এবার বোরোর বাম্পার ফলন

জেড নিউজ, ঢাকা: চলতি বোরো মৌসুমে ৫০ লাখ ৪৬ হাজার...

এবার রিপাবলিক বাংলার ময়ূখ রন্জন নিজেই বড় ফাঁপড়ে

কখনো বাংলাদেশ থাকবেনা থাকবেনা বলে চিৎকার করা। আবার কখনো...