চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বাংলাদেশের ভেতরে ঢোকে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গুরুতর আহত ওই বৃদ্ধের নাম আলী আকবর।
স্থানীয় এক যুবক তাকে মাঠ থেকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে নিয়ে আসে।আলী আকবর বলেন, সকালে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে তিনজন বিএসএফের সদস্য বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে তাকে বেধড়ক পেটাতে থাকে। সীমান্ত অতিক্রম করা হয়নি বললেও তারা রাইফেলের সামনের অংশ দিয়ে শরীরের বিভিন্নস্থানে খোঁচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর ফেলে রেখে চলে যায়।
আকবরের স্ত্রী বলেন, তার হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন থাকায় কুড়ুলগাছি গ্রামে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার হাত ও পায়ে ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেড নিউজ, ঢাকা।