Sunday, July 27, 2025
More
    Homeখেলাবাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন ম্যাথিউস

    বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন ম্যাথিউস

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ জুন গলেতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটে ১৬ বছরের দীর্ঘ পথচলা শেষ করবেন তিনি।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ম্যাথিউস লেখেন, ‘শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, বিনিময়ে ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে আজ এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। ’

    ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, টেস্ট থেকে অবসর নিলেও দেশের প্রয়োজন হলে সাদা বলের ক্রিকেটে এখনও তাকে পাওয়া যাবে। যদিও গত এক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে দলে জায়গা পাননি তিনি।

    টেস্ট ক্যারিয়ারে ম্যাথিউস খেলেছেন ১১৮টি ম্যাচ। ব্যাট হাতে তার রান ৮১৬৭, গড় ৪৪.৬২। সেঞ্চুরি ১৬টি, ফিফটি ৪৫টি। টেস্টে শ্রীলঙ্কার হয়ে তার চেয়ে বেশি রান আছে শুধু কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়াবর্ধনের (১১,৮১৪)। বোলার হিসেবেও ম্যাথিউসের অবদান ছিল। যদিও নিয়মিত বোলিং করতেন না, তবুও ৮৬ ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন।

    ২০০৯ সালে অভিষেক হয়েছিল ম্যাথিউস শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত। এই সময়ে ৩৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১৩টিতে। তার অধিনায়কত্বে সবচেয়ে স্মরণীয় জয় ২০১৪ সালে ইংল্যান্ডের হেডিংলিতে। ম্যাচটিতে ২৪৯ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, সঙ্গে ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪/৪৪) দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

    ম্যাথিউসের ক্যারিয়ারে বিতর্কও কম ছিল না। ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কার সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া চোট ছিল তার ক্যারিয়ারের বড় বাধা। বিশেষ করে হাঁটু ও পায়ের ইনজুরি কারণে বহুবার ছিটকে যেতে হয়েছে দল থেকে। তবে শেষ কয়েক বছর ধরে নিজের ফিটনেসে বিশেষ নজর দিয়েছেন এই অলরাউন্ডার।

    আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। গল টেস্ট দিয়েই ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় বলবেন শ্রীলঙ্কার অন্যতম সফল ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

    সর্বশেষ

    মৃগী রোগীর মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করছে গুজব...

    বাগেরহাটের চিতলমারীর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে অর্পিতা সাহা...

    যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা...

    আনুপাতিক নির্বাচন কী, এটা জনগণ বোঝে না উল্লেখ করে...

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে চলবে অভিযান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।...

    সিনেমায় তানজিন তিশা, সঙ্গী ‘থ্রি ইডিয়টস’ তারকা

    ভারতীয় বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী...

    আরও সংবাদ

    মৃগী রোগীর মৃত্যুকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করছে গুজব...

    বাগেরহাটের চিতলমারীর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে অর্পিতা সাহা...

    যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা...

    আনুপাতিক নির্বাচন কী, এটা জনগণ বোঝে না উল্লেখ করে...

    ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে চলবে অভিযান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।...