ভারতের সঙ্গে সংঘাতের কারণে পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে যুদ্ধ বিরতির পর।
এবার প্রকাশিত হয়েছে সিরিজটির সূচিও। আগামী বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
আগামী ২৮মে বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন একইসময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ১-১ ব্যবধানে সমতায় রয়েছে সিরিজটি। শেষ ম্যাচে আজ রাত ৯টায় মাঠে নামবে তারা। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রোববার তারা রওনা হবে লাহোরের পথে।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের আলোচনায় পরিবর্তন আসে। ওয়ানডে সিরিজ বাদ দিয়ে চূড়ান্ত হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল ২৫ মে থেকে। কিন্তু হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে অনিশ্চয়তায় পড়ে সফরটি। কূটনৈতিক টানাপোড়নের মাঝে সফরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষ পর্যন্ত দুবাইয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠকে সমঝোতায় পৌঁছায় তারা। নির্ধারিত পাঁচ ম্যাচের বদলে ঠিক হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পিসিবি মঙ্গলবার জানায়, সফর এখন চূড়ান্ত। যদিও তখনও সূচি ঘোষণা করা হয়নি। অবশেষে সেই অপেক্ষারও অবসান ঘটেছে।