বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। যা ৮ আগস্ট থেকে চালু হয়েছে। এর ফলে এখন থেকে মালেশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীরা খুব সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচলে আরো সুন্দর ব্যবস্থা করা সম্ভব এবং এতে ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে।সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা বৈধ অস্থায়ী কাজের অনুমতি পত্র বা পিএলকেএস ধারকদের জন্য।
আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে। এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এছাড়া, বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
জেড নিউজ, ঢাকা।