ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
ফেনী জেলার ফুলগাজীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।ত্রাণ উপদেষ্টা বলেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে; তারা ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে। টেকসই বাঁধও নির্মাণ করতে হবে।
এছাড়া, যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন, ততদিন ত্রাণ দেওয়া হবে। বাড়ি ফেরার সময়ও চাল, ডাল, তেল, লবণসহ এক সপ্তাহের খাবার সরবরাহ করা হবে। রাস্তাঘাট শুকিয়ে গেলে বন্যার্তদের নিজ পেশায় ফিরে যাবার পরামর্শও দেন উপদেষ্টা।
পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে জিও ব্যাগ দিয়ে বাঁধের সাপোর্ট দেওয়া হত। এবার আরো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে টিউব ব্যাগ ব্যবহার করা হবে। আমাদের অনেক প্রযুক্তিগত সহায়তা লাগবে।২০২৪ সালের বন্যায় ১৯ জনের প্রাণহানির বিষয়টি উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে। তবে আমরা চাই এর স্থায়ী সমাধান।
জেড নিউজ, ঢাকা।