বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই ফিশিং ট্রলারটি মাছ ধরা অবস্থায় জেলেসহ আটক করে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালীর নৌ-সেনারা। আটকের পর জাহাজটি রোববার বিকেলে বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়।
আটক জেলেদের সবাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে, ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করে নৌ-বাহিনী।
জেড নিউজ, ঢাকা।