জেড নিউজ , ঢাকা ।
২০১৪ সালে ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদি বলেছিলেন ‘নেইবারহুড ফার্স্ট ’। অর্থাৎ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন করাই তাঁর মূলনীতি। আজ ১০ বছর পর দেখা যাচ্ছে, ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের উন্নতির চেয়ে অবনতিই হয়েছে বেশি। আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে এই চব্বিশেই।যা স্বীকার করছেন খোদ ভারতবাসীই । সম্প্রতি ভারতীয় গনমাধ্যমের প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে । জরিপে দেখা যায় , ভারতের যতগুলো প্রতিবেশি দেশ রয়েছে সবার সাথে এক ধরনের বৈরি সম্পর্ক বিরাজ করছে।অবশ্য হবে নাই বা কেনো; ভারতের একচেটিয়া আগ্রাসি মনোভাব তা তাদের প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকিস্বরুপ মনে করছে অনেক রাষ্ট্রই ।
এছাড়া ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে উগ্র জাতীয়তাবাদী ধারণার ক্রমবর্ধমান প্রভাব পররাষ্ট্র নীতির উপর গভীর প্রভাব ফেলেছে। মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার সহযোগী দলগুলো জাতিগত এবং ধর্মীয় ঐক্যের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভারতীয় জাতীয়তাবাদ ও সংস্কৃতির চর্চায়। যা তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।তাছাড়া মোদির নেতৃত্বে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা ও সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারছে না । এরফলে ভারতীয় পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।