শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।
তিনি বলেন, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মানবাধিকার মামলা রয়েছে। তাই তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংস্থাকে চিঠি দেয়া হয়েছে। গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করার কথা।