অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনৈতিক খাতের প্রাণ বলে পরিচিত পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়।
গত ১৫ বছর সালমান এফ রহমানের নেতৃত্বে লুটপাটের অন্যতম প্রধান ক্ষেত্র বলে বিবেচিত পুঁজিবাজারে অনিয়ম বন্ধ করতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন উদ্যোগ নেয়। বাজার সংস্কারের জন্য বিভিন্ন কমিটি গঠন করা সহ অনিয়মের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন অংকের জরিমানা করে।
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ডিএসসি, আইসিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যপক সংস্কার করা হয়। বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সাথে ধারাবাহিক ভাবে সংলাপ করাসহ বেদেশি বিনিয়োগ আনতে কাজ করছে সরকার।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি কে ইতিমধ্যেই সরকার থেকে তিন হাজার কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বাজারের উন্নতির জন্য নিবিড় পর্যবেক্ষণ করে চলছেন। সরকারের গৃহীত এসব পদক্ষেপের সুফল সাধারণ বিনিয়োগকারীরা পেতে শুরু করেছে।