জেড নিউজ, ঢাকা।
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে। আর এই পরিবরিতত পাঠ্যবই নিয়ে একের পর এক বিতর্ক চালাচ্ছে প্রতিবেশী দেশ ভারত।ঘরের আগুন না নিভিয়ে বোকা ইউনুস বাংলাদেশে ইন্দিরার অবদান মুছতে ব্য়স্ত! এমন বিভ্রান্তিমুলক শিরোনামে সংবাদ প্রচার করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া।
বাংলাদেশের যেই ইতিহাস এতোদিন ফ্যাসিস্ট হাসিনা বিকৃত করতে চেয়েছে, যেই পাঠ্যপুস্তক জুড়ে ছিল অতিরিক্ত শেখ মুজিববন্দনা। আর ভারতকে খুশি করার জন্য ভারতীয় গুনকীর্তন, বিশেষভাবে এগুলোই পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও ২০২৪এর গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে নতুন পাঠ্যবইয়ে।এতদিন বইয়ের পিছনের পাতায় পড়ুয়াদের প্রতি হাসিনার বার্তা ছাপা থাকত। কিন্তু নতুন বইতে তার বদলে জায়গা পেয়েছে ‘জুলাই আন্দোলনে’র নানা ছবি। আর এভাবেই নতুন বইয়ের মাধ্যমে দেশের ইতিহাস সঠিকভাবে জানবে শিক্ষার্থীরা।