জেড নিউজ, ঢাকা।
পাকিস্তান-বাংলাদেশ সুসম্পর্কে ঘুম হারাম ভারতের। দেশটির সংবাদ মাধ্যমগুলো এ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে ঢালাও ভাবে অপপ্রচার করছে। আজতাক বাংলা নামের ভারতীয় সংবাদ মাধ্যম কুরুচিপূর্ন শিরোনামে এ সম্পর্ক বিশ্লেষনে বলছে- ভিক্ষার চালের বস্তায় পাকিস্তান থেকে অস্ত্র আনছে বাংলাদেশ। এ ধরনের মিথ্যা সংবাদে বাংলাদেশের ভাবমূর্তি চরম ভাবে নষ্ট হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
মূলত বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পাকিস্তানসহ বিভিন্ন দেশের সাথে বানিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ফলে, অনেক দেশে থেকেই চালসহ অন্যান্য পণ্য আমদানী করা হচ্ছে। আগে যার বেশিরভাগই আমদানী হতো ভারত থেকে।পাকিস্তান থেকে চাল আমদানী করায় ভারত নির্ভরতা কিছুটা কমেছে, আর এটিই ভারতীয়দের গাত্রদাহের মূল কারণ। ফলে, মিথ্যাচারের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে বিতর্কিত করতে এমন প্রয়াস ভারতীয় গণমাধ্যমগুলোর।