হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তার পর থেকে এ ঘটনায় ফুঁসছে গোটা দেশ।
রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। একসময় কাশ্মীরকে এ পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। মঙ্গলবার হামলার পর দৃষ্টিভঙ্গির কি বদল ঘটল অভিনেতার, জানালেন সে কথা।
‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার সময় অনেক দিন পহেলগাঁও ও আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সালমান খান। সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা। তার দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেছে।
সামাজিক মাধ্যমে সালমান লিখেছেন, পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। তিনি বলেন, মনে রাখবেন— একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।
এদিকে ভাইজান ছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন একসময় নাম উঠে আসা বলি অভিনেতা সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এ ঘটনাকে ক্ষমা করা যায় না। এবার বোঝা উচিত— আমরা চুপ করে থাকব না। আমাদের এ ঘটনার পালটা জবাব দিতেই হবে। সঞ্জয় দত্ত বলেন, প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব— এ ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।
একই রকমের ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, অনুপম খের, অক্ষয় কুমার, প্রিয়াংকা চোপড়ারা।