পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১৫ই আগস্টের পর ‘বাংলা হিন্দু হোমল্যান্ড’-এর দাবিতে রাস্তায় আন্দোলনে নামবেন তিনি। শনিবার স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন অনুযায়ী রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীমুক্ত এক পশ্চিমবঙ্গ গড়ার জন্য তিনি এ আন্দোলনে নামবেন। ভারতীয় অনলাইন দ্য হিন্দু’র খবরে একথা বলা হয়।
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যখন অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলার অভিযোগ তুলে প্রচার জোরদার করছে, তখন বিজেপি ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের’ প্রসঙ্গ তুলে রাজনৈতিক সুর আরও তীব্র করেছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি মুসলিম নারীদের বিয়ে করছে এবং রাজ্য সরকারের সহায়তায় তাদের ভুয়া আধার ও ভোটার কার্ড দেয়া হচ্ছে।
তিনি বলেন, ৫৪০ কিলোমিটার সীমান্তে মমতা ব্যানার্জি ফেন্সিং না করায় এসব বাংলাদেশি নারী ভিসা থাক বা না থাক রাজ্যে থেকে যাচ্ছে। বিহারে যদি ৫০ লাখ ভুয়া ভোটার বাদ দেয়া হয়, তবে পশ্চিমবঙ্গে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাকে বাদ দিতে হবে।
এই বিজেপি নেতা আরও দাবি করেন, রাজ্য সরকার জেলা প্রশাসনকে বিপুল পরিমাণে ডোমিসাইল সার্টিফিকেট বা বাসিন্দা সনদ বিতরণের নির্দেশ দিয়েছে। তার অভিযোগ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের প্রশাসকরা রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের এসব সনদ দিচ্ছেন।
জেড নিউজ, ঢাকা।